Posts

Showing posts from January, 2018

স্ল্যাম টেস্টের বিবরণঃ

Image
স্ল্যাম টেস্টের বিবরণঃ সদ্য মিশ্রিত কংক্রিট এমন হওয়া উচিৎ যাতে করে সহজে নাড়াচাড়া এবং ফর্মার মধ্যে ঢালাই করা যায়। কংক্রিট মিশ্রণের এই গুনটিকে কার্যোপযোগীতা বলে। মিশ্রণে পানির পরিমাণ বেশি হলে, মিশ্রণ নরম হয়। ফলে নাড়াচাড়া ও ঢালাই সহজ হয়। আবার পানির পরিমাণ কম হলে নাড়াচাড়া ও ঢালাই করা কষ্টসাধ্য হয়ে দাঁড়ায়। মিশ্রণে পানির পরিমাণ কম বা বেশি করে কার্যোপযোগীতা পরিবর্তন করা যায়। তবে ঢালাইয়ের প্রথম থেকে শেষ পর্যন্ত কার্যোপযোগীতা একই থাকা উচিৎ। এই কার্যোপযোগীতা পরীক্ষা করার জন্য খুবই জনপ্রিয় পদ্ধতি হলো স্ল্যাম টেস্ট। সুতরাং ঢালাই কাজে ব্যবহত কংক্রিট মিশ্রণের কার্যোপযোগীতা যাচাইয়ের করার জন্য যে পরীক্ষা করা হয়, তাকে কংক্রিটের স্ল্যাম টেস্ট বা নতি পরীক্ষা বলা হয়। কংক্রিটের স্ল্যাম টেস্টের জন্য দু'দিকে হাতল যুক্ত লোহার চোঙ বা সিলিন্ডার ব্যবহার করা হয়। এর উচ্চতা ৩০ সেমি এবং নিচের প্রান্তের ব্যাস ২০ সেমি এবং ক্রমশঃ সরু হয়ে উপরের প্রান্তের ব্যাস হবে ১০ সেমি। কাঠামোর গুণগত মান সঠিক রাখার জন্য কংক্রিট মিশ্রণের উপযোগিতা বজায় রাখা হয়। এ জন্য যে কোন স্পেসিফিকেশনে স্ল্যাম্প

সিভিল ইঞ্জিনিয়ারিং এর মাঠের কাজ

Image
******আজকের বিষয় ইট ও গাথুনি নিয়ে ******** ..... 1.ইট কি? উঃইট কাদার তৈরি আয়তকার কঠিন ঘনবস্ত। এগুলো কাচা অবস্থায় নমণীয় এবং উচ্চ তাপে পোড়ানোর পর কৃত্রিম পাথরের ন্যায় হয়। ... *2.আমাদের দেশে ইটের প্রচলিত আকার লেখ। উঃসাধারনত ৯.৫" x ৪.৫" x ২.৭৫" ইট বা ২৪২মিমি×১১৪মিমি×৭০মিমি ব্যাবহার হয়ে থাকে, এই মান PWD এর সিডিউল অনুযায়ী।  মসলা সহ ১০" x ৫" x ৩" বা ২৫৪ মিমি×১২৭মিমি×৭৬মিমি .. 3.ইট কত প্রকার ও কি কি? উঃ ইট 4 প্রকার।যথা- ১। ১ম শ্রেনীর ইট। ২। ২য় শ্রেনীর ইট। ৩। ৩য় শ্রেনীর ইট। ৪। ঝামা বা পিকেট ইট। ... 4.মাঠ পর্যায়ে কিভাবে ইটের পরীক্ষা করা হয়? উঃ মাঠ পর্যায়ে ইট পরীক্ষাঃ ১.একটি ইট নিয়ে তার গায়ে নখের আঁচড় কাটার চেষ্টা করলে তাতে আঁচড় পড়বে না। যদি আঁচড় পরে তাহলে বুঝতে হবে ইটটি ভালো না। ২.একটি ইটকে অন্য একটি ইট দিয়ে আঘাত করলে যদি ঘাতব শব্দ উৎপন্ন হয়, তাহলে বুঝতে হবে ইটটি ভালো। ৩.দুইটি ইটকে টি (T) এর মতো করে ধরে ২ মিটার উঁচু থেকে ফেলে দিলে যদি ভেঙ্গে যায়, তাহলে ইটটি ভালো না আর যদি ভেঙ্গে না যায়, তাহলে ইটটি ভালো। ৩.একটি পাত্রে যদ

ইটের রাসায়নিক উপাদানসমুহ (Constituents of Brick)

Image
Constituents of Brick Clay and Their Functions : A good brick -clay should be such a mature of pure clay and sand that when prepared with water, it can easily be molded and dried without cracking or warping  Silica                     = 55% Alumina                 = 30% Iron oxide               =8% Magnesia               =5% Lime                      =1% Organic matters    =1% ----------------------------------------------  Total                    =100% *Classification of Bricks: The following is the classification of bricks by P.W.D in our country. 1.First class Bricks:These first class bricks are table moulded and of uniform  shape and they are burnt in kilns. The surfaces and edges of the bricks are sharp, square, smooth and straight. They comply with all the qualities of good bricks. These bricks are used for important work of permanent nature. এই প্রথম বর্গ ইটগুলি টেবিলের গঠন এবং অভিন্ন আকৃতির এবং তারা ভাণ্ডারে পোড়া হয়। ইটগুলির পৃষ্ঠতলের এবং প্রান্ত ধারালো, ব

Engineering Materials

Image
The Institute of Engineering Bangladesh Engineering Materials Examination October 2017 1)a. Describe briefly various field test for bricks.( একটি। ইট জন্য সংক্ষিপ্তভাবে বিভিন্ন ক্ষেত্র পরীক্ষা বর্ণনা।)   b. White down the characteristics of good bricks.( ভাল ইটগুলির বৈশিষ্ট্য নিচে হাইট।)    c .Briefly discuss the various types of paints and their applicability( বিভিন্ন ধরনের রঙ এবং তাদের প্রযোজ্যতা সম্পর্কে সংক্ষিপ্তভাবে আলোচনা করুন) 2) a. Draw a neat sketch of timber section and show different of  it ( কাঠ বিভাগের একটি পরিষ্কার স্কেচ ড্রপ এবং এটি বিভিন্ন দেখান)    b. Write down the advantage of disadvantages of 'natural seasoning ' of timber ( কাঠের ' প্রাকৃতিক মশলা ' এর অসুবিধাগুলি লিপিবদ্ধ করুন)    c. Briefty describe the engineering properties of plastics .Briefty প্লাস্টিক প্রকৌশল বৈশিষ্ট্য বর্ণনা।) 3) a. Wraw typical stress-strain curve for steel and from that define elastic limit,yield point and ultimate stress.(Wraw ইস্পাত জন্য সাধারণ চ

লেভেলিং বইয়ের কয়েকটি গুরুত্বপূর্ণ সংজ্ঞা

Image
লেভেলিং বইয়ের কয়েকটি গুরুত্বপূর্ণ সংজ্ঞা R.L:উপাত্ত রেখা হতে কোন বিন্দুর লাম্বিক দুরত্ব কে R.L বলে। ****** B.M:যে নির্দিষ্ট স্মারক বিন্দুর এলিভেশন জানা আছে তাকে বেঞ্চ মার্ক বলে। এটা চার প্রকার ১.GTS বেঞ্চ মার্ক ২.স্থায়ী বেঞ্চ মার্ক ৩.অস্থায়ী বেঞ্চ মার্ক ৪.ধার্যকৃত বেঞ্চ মার্ক ******* M.S.L:গড় সমুদ্র তল একটি ধার্যকৃত তল যার সাপেক্ষে বিভিন্ন বিন্দুর উচ্চতা বা গভীরতা নির্ণয় করা হয়। **** যন্ত্রের উচ্চতা(H.I)লেভেল যন্ত্রকে সমতল করার পর যন্ত্রের কলিমেশন তলের এলিভেশন কে যন্ত্রের উচ্চতা বলে। **** লেভেল যন্ত্রের সমন্বয়ন ২ প্রকার ১.অস্থায়ী সমন্বয়ন ২.স্থায়ী সমন্বয়ন **** যেকোন বিন্দুর RL= যন্ত্রের উচ্চতা-স্টাফ পাঠ

Question 2 . ভাল ইটের বৈশিষ্ট্য (Characteristics of Good Bricks )Engineering Materials AMIE 2017

**2**Characteristics of Good Bricks: ভাল ইটের বৈশিষ্ট্য 1 . Bricks should be uniform in colour . Size and shape . 2.They should be sound and compact. 3. They should be free from cracks and other flaws such as air bubbles,stone nodules,etc 4 . They should not absorb more than 1/5 of their own wt.of water when immerged in water for 24 hours (15 to 20%dry wt.) 5. The compressive strength strength of bricks should be in the range of 5000 to 8000 psi. 6. The percentage of soluble salts (sulphates of calcium, magnesium ,sodium and potassium) should not exceed 2.5% in burnt bricks, because the presence of excess soluble salts causes efflorescence, 7.They should be neither overburnt or underburnt. 8. They weight should be generally 6 l bs per brick and the weight per cu ft should not be less than 125 lbs . 9. They should have low thermal conductivity as it is desirable than the buildings built of them should be cool in summer and warm in winter. ** 2 ** ভালো ইটের বৈশিষ্ট্

Field Tests of Bricks

Image
Field Tests of Bricks :AMIE Engineering Materials  2017 The following are the test that are generally performed in the field to determine the quality of good bricks 1 Take a brick and try to make mark on the surface by nil. If you can make it, it is not,a good brick, it not it is very hard and compact. 2 Take a brick and strike it with a hammer. It it  gives clear ringing of metallic sound. It is a good Brick. It not a bad one 3 Take two bricks and form a tee(T) and drop from a height of 6 ft on a more or less solid surface. If they break they are not good bricks. If they remain unbroken .they are good bricks. প্রশ্ন 1: ইটের ক্ষেত্র পরীক্ষা: নিম্নোক্ত পরীক্ষায় সাধারণত ভাল ইটের গুণগত মান নির্ধারণের জন্য ক্ষেত্রটিতে সঞ্চালিত হয়: 1। একটি ইট নিন এবং নিল দ্বারা পৃষ্ঠের উপর চিহ্ন করতে চেষ্টা করুন। আপনি এটি করা হলে, এটি একটি ভাল ইট হয় না, এটি খুব কঠিন এবং কম্প্যাক্ট হয় না। 2. একটি ইট নিন এবং একটি হাতুড়ি দিয়ে এটি ধর্মঘট। যদি এটি ধাতব শব্দ স্পষ্ট রিং দেয়, এটি একটি

গোল কাঠের হিসাব

Image
**গোল কাঠের হিসাব ** *{(বেড়xবেড়)ফুট xলম্বা ফুট }÷১৬=CFT যেমন একটি গোল কাঠের বেড় ১০ ফুট ও লম্বা ১৭ফুট হলে কাঠটি কত CFT? সমাধান ={(১০x১০)x ১৭}÷১৬ ={১০০x১৭}÷১৬ =১৭০০÷১৬                                                              =১০৬.২৫CFT                       সাইজ কাঠের সূত্র দৈঘ্য * প্রস্থ* থিকনেস/১৮৮= সি এফ টি ।                         অথবা দৈঘ্য * প্রস্থ* পুরুত/১৭২৮= সি এফ টি।                গুড়ি কাঠের সূত্র (বেড় *বেড়)* লম্বা/১৬= সি এফ টি।

জমি মাপার পদ্ধতি

Image
আমরা অনেকেই  জমি মাপার পদ্ধতি  জানি না। সাধারণত জমি মাপার সময় একজন আমিন বা সার্ভেয়ার অপর পক্ষের সাথে যোগাযোগ করে দুই নাম্বারি করতে পারেন। আপনারা অামিন দ্বারা জমি মাপার সময় কিছু হলেও বুঝতে পারবেন। দুই নাম্বারি করা থেকে আমিনকে বিরত রাখতে পারবেন। এ ছাড়া জমির মাপ জানা থাকলে জমি কেনার আগে ওই জমির পরিমাণ কত তা নিজে নিজে মেপে বের করা যায়। জমি মাপার বিভিন্ন সূত্র রয়েছে। সুত্রগুলো জানা থাকলে আশা করি আপনাদের জমি মাপার সময় তা কাজে আসবে। প্রথমেই ক্ষেত্রফল আকৃতির জমির মাপ কিভাবে করতে হবে এবং তা পরিমাপ এর পদ্ধতি। প্রথমেই সুত্রগুলো জেনে নেয়া যাক- শতাংশের হিসাবের একক ১ শতাংশ = ১০০০ বর্গলিংক ১ শতাংশ = ৪৩৫.৬০ বর্গ ফুট ১ শতাংশ = ১৯৩.৬০ বর্গহাত ১ শতাংশ = ৪৮.৪০ বর্গগজ ১ শতাংশ = ৪০.৪৭ বর্গ মিটার

Popular posts from this blog

গোল কাঠের হিসাব

সিভিল ইঞ্জিনিয়ারিং এর মাঠের কাজ

লেভেলিং বইয়ের কয়েকটি গুরুত্বপূর্ণ সংজ্ঞা