Posts

Showing posts with the label BCS 38

৩৮ তম BCS এর প্রশ্ন সহ সমাধান।

Image
 ৩৮ তম BCS এর প্রশ্ন সহ সমাধান। সাধারণ জ্ঞান বাংলাদেশঃ ১. বাংলাদেশের তৈরী প্রথম ন্যানো স্যাটেলাইটের নাম : ব্র্যাক অন্বেষা ২. বাংলাদেশ এবং মিয়ানমারের সমুদ্রসীমা বিরোধ নিস্পত্তি করে কোন সংস্থা : International Tribunal for the Law of the Sea ৩. বাংলাদেশ সর্বাধিক পরিমান অর্থের পণ্য আমদানি করে : চীন থেকে ৪. মুজিবনগর সরকারের ত্রাণ এবং পুনর্বাসন মন্ত্রী কে ছিলেন: এ এইচ এম কামরুজ্জামান ৫. কিসের ভিত্তিতে পূর্ব বাংলায় ভাষা আন্দোলন হয়েছিল : বাঙালী জাতীয়তাবাদ ৬. ১৯৫৪ সালে পূর্ব বাংলা প্রাদেশিক নির্বাচনে যুক্ত ছিলেন না : নবাব স্যার সলিমুল্লাহ ৭. জুম চাষ হয় : খাগড়াছড়িতে ৮. চাকমা জনগোষ্ঠীর লোকসংখ্যা সর্বাধিক : রাঙামাটিতে জেলায় ৯. বাংলাদেশের প্রথম আদমশুমারি হয় : ১৯৭৪ সালে ১০. বাংলাদেশের মোট দেশজ উৎপাদনে কৃষিখাতের অবদান : নিয়মিতভাবে বৃদ্ধি পাচ্ছে ১১. বাংলাদেশের অন্যতম বিশেষায়িত ব্যাংক: বাংলাদেশ কৃষি ব্যাংক ১২. গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ এর সংবিধানের কোন ধারায় সকল নাগরিকের সমান অধিকারের কথা বলা হয়েছে : ধারা ২৭ ১৩. বাংলাদেশ ইকোনমিক রিভিউ ২০১৬ অনুসারে বাংলাদেশের শিশু মৃত্যুর হার (প্রতি হ...

Popular posts from this blog

গোল কাঠের হিসাব

সিভিল ইঞ্জিনিয়ারিং এর মাঠের কাজ

লেভেলিং বইয়ের কয়েকটি গুরুত্বপূর্ণ সংজ্ঞা