ফাউন্ডেশন

ফাউন্ডেশন কি ? ১। ফাউন্ডেশন কি ? উত্তরঃ কাঠামোর সর্বনিম্ন অংশকে ভিত্তি বা বুনিয়াদ বা ফাউন্ডেশন বলে ? ২। ভিত্তি প্রধানত কয় প্রকার কি কি ? উত্তরঃ ভিত্তি প্রধানত দুই প্রকার। যথাঃ ক) অগভীর ভিত্তি খ) গভীর ভিত্তি ৩। কাঠামোর উপ্র ক্রিয়ারত লোডগুলো কি কি ? উত্তরঃ কাঠামোর উপর তিন প্রকার লোড ক্রিয়া করে- ক) ডেড লোড ( Dead load), খ) লাইভ লোড ( Live Load), গ) উইন্ড লোড ৪। কোনটি ডেড লোড ? ক) কোঠামোর উপর অস্থঅয়ী ভাবে চাপানো লোড খ) কাঠামোর নিজস্ব ওজন গ) অস্থঅয়ী ও স্থায়ী লোড উত্তরঃ কাঠামোর নিজস্ব ওজন। ৫। লাইভ লোড বলতে কি বুঝ ? উত্তরঃ কাঠামোর উপর অস্থঅয়ী ভাবে চাপানো লাডকে লাইভ লোড বলে। ৬। প্রতি ঘনমিটার dry sand এর ওজন কত ? উত্তরঃ ১৬০০। ৭। প্রতি ঘনমিটার RCC এর ওজন কোনটি ? উত্তরঃ ২৪০০ কেজি/২২৪০ কেজি/১৯২০ কেজি। ৮। AISC এর পূর্ন অভিব্যক্তি লেখ। উত্তরঃ American Institute of Steel Construction ৯। ঢালু ছাদের উন্মুক্ত পার্শ্বে ন্যূনতম বায়ুর চাপ কত ধারা হয় ? উত্তরঃ ৫০ kg/m2 ১০। সিমেন্টের ক্ষেত্রে ডেড লোড কত ধরা হয় ? উত্তরঃ ১০৪০ কেজি/ঘনমিটার। ১১। প্রতি ঘনমিটার বিটুমিন এর...