লেভেলিং বইয়ের কয়েকটি গুরুত্বপূর্ণ সংজ্ঞা


লেভেলিং বইয়ের কয়েকটি গুরুত্বপূর্ণ সংজ্ঞা
R.L:উপাত্ত রেখা হতে কোন বিন্দুর লাম্বিক দুরত্ব কে R.L বলে।
******
B.M:যে নির্দিষ্ট স্মারক বিন্দুর এলিভেশন জানা আছে তাকে বেঞ্চ মার্ক বলে।
এটা চার প্রকার
১.GTS বেঞ্চ মার্ক
২.স্থায়ী বেঞ্চ মার্ক
৩.অস্থায়ী বেঞ্চ মার্ক
৪.ধার্যকৃত বেঞ্চ মার্ক
*******
M.S.L:গড় সমুদ্র তল একটি ধার্যকৃত তল যার সাপেক্ষে বিভিন্ন বিন্দুর উচ্চতা বা গভীরতা নির্ণয় করা হয়।
****
যন্ত্রের উচ্চতা(H.I)লেভেল যন্ত্রকে সমতল করার পর যন্ত্রের কলিমেশন তলের এলিভেশন কে যন্ত্রের উচ্চতা বলে।
****
লেভেল যন্ত্রের সমন্বয়ন ২ প্রকার
১.অস্থায়ী সমন্বয়ন
২.স্থায়ী সমন্বয়ন
****
যেকোন বিন্দুর RL= যন্ত্রের উচ্চতা-স্টাফ পাঠ

Comments

Popular posts from this blog

গোল কাঠের হিসাব

সিভিল ইঞ্জিনিয়ারিং এর মাঠের কাজ