প্রথমেই বলছি ভাই আমার যদি ভুল হয় দয়া করে সংশোধন করে দিবেন করন আমি অনেক কিছু জানি না:: একজন সাইট ইঞ্জিনিয়ারের আর.সি.সি (R.C.C ) কাজ যে সকল বিষয় লক্ষ্য রাখা প্রয়োজন: ভবন নির্মাণে আর. সি. সি (R.C.C ) কি? তা আমরা সবাই জানি । কিন্তু এ আর. সি. সি (R.C.C ) কাজের গুরুত্বপূর্ণ দিক সমূহ আমরা কয়জনে জানি বা কয়জনে খবর রাখি ? সামান্য একটু অবহেলার দরুণ ঘটে যেতে পারে ভয়াভহ দুর্ঘটনা আর ঘটতে পারে অনেক প্রাণহানী এবং হতে পারে প্রচুর অর্থের অপচয় । আর সে দিকে লক্ষ রেখে আর. সি. সি (R.C.C ) কাজে যে সকল বিষয় লক্ষ্য রাখা প্রয়োজন তা নিচে তুলে ধরা হল : # রড : প্রয়োজনীয় Structural ডিজাইন অনুসারে রড বিছানো হয়েছে কিনা তা যাচাই করা, রডের লে-আউট সোজা আছে কিনা তা দেখে নেওয়া, রডের পুরুত্ব বা ডায়া ঠিক আছে কিনা তা পরীক্ষা করে নেওয়া,রডের মধ্যবর্তী গ্যাপ বা দুরত্ব ঠিক আছে কিনা তা দেখে নেওয়া, প্রয়োজন বোধে তিনটি গ্যাপের গড় মাপ নিয়ে তা ঠিক করতে হবে,রডের মধ্যবর্তী গ্যাপ বা দুরত্ব কমপক্ষে ১” হতে হবে,সঠিক মাপের হুক ও বেন্ডি দেওয়া হয়েছে কিনা তা যাচাই করে নিতে হবে, রডের উপর ল্যাপিং দুরত্ব ঠিক আছে কিনা তা