Posts

calum sayol cheek

Image

Civil Engineering

প্রথমেই বলছি ভাই আমার যদি ভুল হয় দয়া করে সংশোধন করে দিবেন করন আমি অনেক কিছু জানি না:: একজন সাইট ইঞ্জিনিয়ারের আর.সি.সি (R.C.C ) কাজ যে সকল বিষয় লক্ষ্য রাখা প্রয়োজন: ভবন নির্মাণে আর. সি. সি (R.C.C ) কি? তা আমরা সবাই জানি । কিন্তু এ আর. সি. সি (R.C.C ) কাজের গুরুত্বপূর্ণ দিক সমূহ আমরা কয়জনে জানি বা কয়জনে খবর রাখি ? সামান্য একটু অবহেলার দরুণ ঘটে যেতে পারে ভয়াভহ দুর্ঘটনা আর ঘটতে পারে অনেক প্রাণহানী এবং হতে পারে প্রচুর অর্থের অপচয় । আর সে দিকে লক্ষ রেখে আর. সি. সি (R.C.C ) কাজে যে  সকল বিষয় লক্ষ্য রাখা প্রয়োজন তা নিচে তুলে ধরা হল : # রড  : প্রয়োজনীয় Structural ডিজাইন অনুসারে রড বিছানো হয়েছে কিনা তা যাচাই করা, রডের লে-আউট সোজা আছে কিনা তা দেখে নেওয়া, রডের পুরুত্ব বা ডায়া ঠিক আছে কিনা তা পরীক্ষা করে নেওয়া,রডের  মধ্যবর্তী গ্যাপ বা দুরত্ব ঠিক আছে কিনা তা দেখে নেওয়া, প্রয়োজন বোধে তিনটি গ্যাপের গড় মাপ নিয়ে তা ঠিক করতে হবে,রডের মধ্যবর্তী গ্যাপ বা দুরত্ব কমপক্ষে ১” হতে হবে,সঠিক মাপের হুক ও বেন্ডি দেওয়া হয়েছে কিনা তা যাচাই করে নিতে হবে,  রডের উপর ল্যাপিং দুরত্ব ঠিক আছে কিনা তা

সাধারন জ্ঞান (General Knowledge )

Image
সাধারন জ্ঞান ১। বাংলাদেশের জাতীয় পতাকার ডিজাইনার কে ? = কামরুল হাসান ২। বাংলাদেশের জাতীয় পতাকার অনুপাত কত ? = ১০ : ৬ বা ৫ : ৩ ৩। জাতীয় পতাকার লাল বৃত্তের মাপ কত ? = পতাকার ৫ ভাগের ১ অংশ ৪। বাংলাদেশের পতাকা প্রথম উত্তোলন করা হয় কবে ? = ২ মার্চ ১৯৭১ সালে ৫। বাংলাদেশের পতাকা দিবস কবে ? = ২ মার্চ ৬। বাংলাদেশের পতাকার সাথে মিল রয়েছে কোন দেশের পতাকার ? = জাপানের পতাকা ৭। বাংলাদেশের ক্রিড়া সংগীতের রচয়িতা কে ? = সেলিমা রহমান । ৮। ক্রীড়া সঙ্গীতের সুরকার কে ? = খন্দকার নুরুল আলম ৯। বাংলাদেশের মানচিত্র প্রথম কে আঁকেন ? = মেজর জেমস রেনেল ১০। মানচিত্র খচিত বাংলাদেশের প্রথম জাতীয় পতাকার ডিজাইনার কে ছিলেন ? = শিব নারায়ণ দাশ দৈনন্দিন জীবনে ব্যবহৃত কিছু শব্দের পূর্ণরূপ : ১। HTTP — Hyper Text Transfer Protocol. ২। HTTPS — Hyper Text Transfer Protocol Secure. ৩। IP — Internet Protocol. ৪। URL — Uniform Resource Locator. ৫। USB — Universal Serial Bus. ৬। VIRUS — Vital Information Resource Under Seize. ৭। SIM — Subscriber Identity Module. ৮। 3G — 3rd Generation. ৯।

What is Simple harmonic motion? Discus the Characterists of simple harmonic motion.

Image
Add caption Simple harmonic motion :If the motion of a vibrationg particle is such that the acceleration is alvays directed towards a fixt poict of mean position of rest and directly proportional to the displacement of the vibrating particle is called simple harmonic motion Characterists of simple harmonic motion: 1.Trace and retrace the same path over and over again. 2.Change the detection at the regular interval of time . 3.Move along a straight line. 4.Acceleration of the moving particle at any time will be directed to the mean position of rest. 5.It is a periodic motion. 6.It can be express ed by the sine and cosine function.

স্ল্যাম টেস্টের বিবরণঃ

Image
স্ল্যাম টেস্টের বিবরণঃ সদ্য মিশ্রিত কংক্রিট এমন হওয়া উচিৎ যাতে করে সহজে নাড়াচাড়া এবং ফর্মার মধ্যে ঢালাই করা যায়। কংক্রিট মিশ্রণের এই গুনটিকে কার্যোপযোগীতা বলে। মিশ্রণে পানির পরিমাণ বেশি হলে, মিশ্রণ নরম হয়। ফলে নাড়াচাড়া ও ঢালাই সহজ হয়। আবার পানির পরিমাণ কম হলে নাড়াচাড়া ও ঢালাই করা কষ্টসাধ্য হয়ে দাঁড়ায়। মিশ্রণে পানির পরিমাণ কম বা বেশি করে কার্যোপযোগীতা পরিবর্তন করা যায়। তবে ঢালাইয়ের প্রথম থেকে শেষ পর্যন্ত কার্যোপযোগীতা একই থাকা উচিৎ। এই কার্যোপযোগীতা পরীক্ষা করার জন্য খুবই জনপ্রিয় পদ্ধতি হলো স্ল্যাম টেস্ট। সুতরাং ঢালাই কাজে ব্যবহত কংক্রিট মিশ্রণের কার্যোপযোগীতা যাচাইয়ের করার জন্য যে পরীক্ষা করা হয়, তাকে কংক্রিটের স্ল্যাম টেস্ট বা নতি পরীক্ষা বলা হয়। কংক্রিটের স্ল্যাম টেস্টের জন্য দু'দিকে হাতল যুক্ত লোহার চোঙ বা সিলিন্ডার ব্যবহার করা হয়। এর উচ্চতা ৩০ সেমি এবং নিচের প্রান্তের ব্যাস ২০ সেমি এবং ক্রমশঃ সরু হয়ে উপরের প্রান্তের ব্যাস হবে ১০ সেমি। কাঠামোর গুণগত মান সঠিক রাখার জন্য কংক্রিট মিশ্রণের উপযোগিতা বজায় রাখা হয়। এ জন্য যে কোন স্পেসিফিকেশনে স্ল্যাম্প

সিভিল ইঞ্জিনিয়ারিং এর মাঠের কাজ

Image
******আজকের বিষয় ইট ও গাথুনি নিয়ে ******** ..... 1.ইট কি? উঃইট কাদার তৈরি আয়তকার কঠিন ঘনবস্ত। এগুলো কাচা অবস্থায় নমণীয় এবং উচ্চ তাপে পোড়ানোর পর কৃত্রিম পাথরের ন্যায় হয়। ... *2.আমাদের দেশে ইটের প্রচলিত আকার লেখ। উঃসাধারনত ৯.৫" x ৪.৫" x ২.৭৫" ইট বা ২৪২মিমি×১১৪মিমি×৭০মিমি ব্যাবহার হয়ে থাকে, এই মান PWD এর সিডিউল অনুযায়ী।  মসলা সহ ১০" x ৫" x ৩" বা ২৫৪ মিমি×১২৭মিমি×৭৬মিমি .. 3.ইট কত প্রকার ও কি কি? উঃ ইট 4 প্রকার।যথা- ১। ১ম শ্রেনীর ইট। ২। ২য় শ্রেনীর ইট। ৩। ৩য় শ্রেনীর ইট। ৪। ঝামা বা পিকেট ইট। ... 4.মাঠ পর্যায়ে কিভাবে ইটের পরীক্ষা করা হয়? উঃ মাঠ পর্যায়ে ইট পরীক্ষাঃ ১.একটি ইট নিয়ে তার গায়ে নখের আঁচড় কাটার চেষ্টা করলে তাতে আঁচড় পড়বে না। যদি আঁচড় পরে তাহলে বুঝতে হবে ইটটি ভালো না। ২.একটি ইটকে অন্য একটি ইট দিয়ে আঘাত করলে যদি ঘাতব শব্দ উৎপন্ন হয়, তাহলে বুঝতে হবে ইটটি ভালো। ৩.দুইটি ইটকে টি (T) এর মতো করে ধরে ২ মিটার উঁচু থেকে ফেলে দিলে যদি ভেঙ্গে যায়, তাহলে ইটটি ভালো না আর যদি ভেঙ্গে না যায়, তাহলে ইটটি ভালো। ৩.একটি পাত্রে যদ

ইটের রাসায়নিক উপাদানসমুহ (Constituents of Brick)

Image
Constituents of Brick Clay and Their Functions : A good brick -clay should be such a mature of pure clay and sand that when prepared with water, it can easily be molded and dried without cracking or warping  Silica                     = 55% Alumina                 = 30% Iron oxide               =8% Magnesia               =5% Lime                      =1% Organic matters    =1% ----------------------------------------------  Total                    =100% *Classification of Bricks: The following is the classification of bricks by P.W.D in our country. 1.First class Bricks:These first class bricks are table moulded and of uniform  shape and they are burnt in kilns. The surfaces and edges of the bricks are sharp, square, smooth and straight. They comply with all the qualities of good bricks. These bricks are used for important work of permanent nature. এই প্রথম বর্গ ইটগুলি টেবিলের গঠন এবং অভিন্ন আকৃতির এবং তারা ভাণ্ডারে পোড়া হয়। ইটগুলির পৃষ্ঠতলের এবং প্রান্ত ধারালো, ব

Popular posts from this blog

গোল কাঠের হিসাব

লেভেলিং বইয়ের কয়েকটি গুরুত্বপূর্ণ সংজ্ঞা

সিভিল ইঞ্জিনিয়ারিং এর মাঠের কাজ