সাধারন জ্ঞান (General Knowledge )

সাধারন জ্ঞান
১। বাংলাদেশের জাতীয় পতাকার ডিজাইনার কে ?
= কামরুল হাসান
২। বাংলাদেশের জাতীয় পতাকার অনুপাত কত ?
= ১০ : ৬ বা ৫ : ৩
৩। জাতীয় পতাকার লাল বৃত্তের মাপ কত ?
= পতাকার ৫ ভাগের ১ অংশ
৪। বাংলাদেশের পতাকা প্রথম উত্তোলন করা হয় কবে ?
= ২ মার্চ ১৯৭১ সালে
৫। বাংলাদেশের পতাকা দিবস কবে ?
= ২ মার্চ
৬। বাংলাদেশের পতাকার সাথে মিল রয়েছে কোন দেশের পতাকার ?
= জাপানের পতাকা
৭। বাংলাদেশের ক্রিড়া সংগীতের রচয়িতা কে ?
= সেলিমা রহমান ।
৮। ক্রীড়া সঙ্গীতের সুরকার কে ?
= খন্দকার নুরুল আলম
৯। বাংলাদেশের মানচিত্র প্রথম কে আঁকেন ?
= মেজর জেমস রেনেল
১০। মানচিত্র খচিত বাংলাদেশের প্রথম জাতীয় পতাকার ডিজাইনার কে ছিলেন ?
= শিব নারায়ণ দাশ
দৈনন্দিন জীবনে ব্যবহৃত কিছু শব্দের পূর্ণরূপ :
১। HTTP — Hyper Text Transfer Protocol.
২। HTTPS — Hyper Text Transfer Protocol Secure.
৩। IP — Internet Protocol.
৪। URL — Uniform Resource Locator.
৫। USB — Universal Serial Bus.
৬। VIRUS — Vital Information Resource Under Seize.
৭। SIM — Subscriber Identity Module.
৮। 3G — 3rd Generation.
৯। GSM — Global System for Mobile Communication.
১০। CDMA — Code Division Multiple Access.
১১। UMTS— Universal Mobile Telecommunication System.
১২। RTS — Real Time Streaming
১৩। AVI — Audio Video Interleave
১৪। SIS — Symbian OS Installer File
১৫। AMR — Adaptive Multi-Rate Codec
১৬। JAD — Java Application Descriptor
১৭। JAR — Java Archive
১৮। MP3 — MPEG player lll
১৯। 3GPP — 3rd Generation Partnership Project
২০। 3GP— 3rd Generation Project
প্রশ্ন "LAN" এর পূর্ণরূপ কী?
উওর→ Local Area Network
প্রশ্ন "ARPANET" এর পূর্ণরূপ কী?
উওর→ Advanced Research and Projects Agency Network
প্রশ্ন "WWW" এর পূর্ণরূপ কী?
উওর→ World Wide Web
প্রশ্ন "ICT" এর পূর্ণরূপ কী?
উওর→ Information and Communication Technology
প্রশ্ন "IELTS" এর পূর্ণরূপ কী?
উওর→ International English Language Testing System
প্রশ্ন "TOEFL" এর পূর্ণরূপ কী?
উওর→ Test Of English as a Foreign Language
প্রশ্ন "CNG" এর পূর্ণরূপ কী?
উওর→ Compressed Natural Gas
প্রশ্ন "COD" এর পূর্ণরূপ কী?
উওর→ Cash On Delivery
প্রশ্ন "SIM" এর পূর্ণরূপ কী?
উওর→ Subscriber Identification Module
প্রশ্ন "LED" এর পূর্ণরূপ কী?
উওর→ Light Emitting Diode
প্রশ্ন "LCD" এর পূর্ণরূপ কী?
উওর→ Liquid Crystal Display



সাধারণ জ্ঞান
প্রশ্ন : 'সুপার নোভা' আসলে কী?
উত্তর : মৃত তারকা।
প্রশ্ন : বলাইচাঁদ মুখোপাধ্যায়ের ছদ্মনাম_
উত্তর : বনফুল।
প্রশ্ন : বিশ্ব জীববৈচিত্র্য দিবস কত তারিখে?
উত্তর : ২২ মে।
প্রশ্ন :ব্যাবিলনের শূন্য উদ্যান কে তৈরি করেন?
উত্তর : নেবুচাঁদ নেজার।
প্রশ্ন :কত সালে 'গ্রিন পিস' আন্দোলন শুরু হয়?
উত্তর : ১৯৮৫ সালে।
প্রশ্ন :পান্ডুয়ার বিখ্যাত আদিনা মসজিদ কে নির্মাণ করেন?
উত্তর :সিকান্দার শাহ।
প্রশ্ন :শ্বাসনালি দেখার জন্য কোন যন্ত্র ব্যবহৃত হয়?
উত্তর : ব্রকোস্কোপ।
প্রশ্ন :পাথ ফাইন্ডারে ব্যবহৃত রোবটটির নাম কী?
উত্তর :সোজার্নার।
প্রশ্ন : এনএসআই কোন দেশের গোয়েন্দা সংস্থা?
উত্তর : বাংলাদেশ।
প্রশ্ন : বিপরীত শব্দের আলোচনা ব্যাকরণের কোন অংশে করা হয়?
উত্তর : রূপতত্ত্ব বা শব্দ তত্ত্ব
প্রশ্ন :মিয়ানমারের পোপা কী ধরনের আগ্নেয়গিরি?
উত্তর : মৃত আগ্নেয়গিরি।
প্রশ্ন :সাঙ্গুভ্যালি উপত্যকা কোথায় অবস্থিত?
উত্তর : চট্টগ্রামে।
প্রশ্ন :লৌকিক কাহিনীর প্রথম রচয়িতা কে?
উত্তর :দৌলত কাজী।
প্রশ্ন :পানির নিচে শব্দ রেকর্ড করার যন্ত্রের নাম কী?
উত্তর : হাইড্রোফোন।
প্রশ্ন :মারকুইসাস দ্বীপ কোন ধরনের দ্বীপের উদাহরণ?
উত্তর : আগ্নেয় দ্বীপ।
প্রশ্ন :'গায়ে হলুদ' কোন সমাসের উদাহরণ?
উত্তর : অলুক তৎপুরুষ।
প্রশ্ন :দক্ষিণ তালপট্টির দ্বীপটি কোন নদীর মোহনায় অবস্থিত?
উত্তর : হাড়িয়াভাঙ্গা নদীর।
হহারুনুর রশীদ

প্রশ্ন :কৃমি নিয়ে বিজ্ঞানের যে শাখায় আলোচনা করা হয়, তাকে কী বলে?
উত্তর : হেলমিনথোলজি।
প্রশ্ন :যে ভবিষ্যৎ না ভেবে কাজ করে, তাকে কী বলে?
উত্তর : অবিমৃষ্যকারী।
প্রশ্ন :ইসরায়েল ও সিরিয়ার মধ্যে সীমানা নির্ধারণকারী সীমারেখা কী নামে পরিচিত?
উত্তর : পার্পল লাইন।
প্রশ্ন :স্বর্ণের খাদ বের করতে কোন এসিড ব্যবহৃত হয়?
উত্তর : নাইট্রিক এসিড।
প্রশ্ন :পিট কয়লার বৈশিষ্ট্য কী?
উত্তর : ভেজা ও নরম।
প্রশ্ন :'রোহিণী' চরিত্রটি কোন উপন্যাসে পাওয়া যায়?
উত্তর : কৃষ্ণকান্তের উইল।
প্রশ্ন :টুথপেস্টের প্রধান উপাদান কী কী?
উত্তর : সাবান ও পাউডার।
প্রশ্ন :হোমার কোন ভাষার কবি ছিলেন?
উত্তর : গ্রিক।
প্রশ্ন :কম্পাঙ্কের এককের নাম কী?
উত্তর : হার্জ।
প্রশ্ন :পৃথিবীর যমজ নামে পরিচিত কোন গ্রহ?
উত্তর : শুক্র গ্রহ।
প্রশ্ন :ল্যাব্রাডর স্রোতের পানির বর্ণ কীরূপ?
উত্তর : সবুজ বর্ণের।
প্রশ্ন :সাত দিনে সপ্তাহ গণনা কারা শুরু করেন কে?
উত্তর : ক্যালডিয়রা।
প্রশ্ন :কর্ণফুলী নদীর উৎপত্তিস্থল কোথায়?
উত্তর : মিজোরামের লুসাই পাহাড়।
প্রশ্ন :একটি ঘড়িতে দম দেওয়ায় এতে সঞ্চিত হয় কোন শক্তি?
উত্তর : স্থিতি শক্তি।
প্রশ্ন :উৎপত্তিগতভাবে 'অঞ্চল' কোন ধরনের শব্দ?
উত্তর : তৎসম শব্দ।
প্রশ্ন :আন্তর্জাতিক একক চালু হয় কত সালে?
উত্তর : ১৯৬০ সালে।
প্রশ্ন :ডিএনএ কোষের কোথায় থাকে?
উত্তর : নিউক্লিয়াসে।
প্রশ্ন :বাংলার দীর্ঘস্থায়ী রাজবংশের নাম কী?
উত্তর : পাল বংশ।
প্রশ্ন :সিলিন্ডারে করে যে গ্যাস বিক্রি করা হয় তা প্রধানত কোন গ্যাস?
উত্তর : বিউটেন।
প্রশ্ন :বৃষ্টির পানিতে কোন ভিটামিন থাকে?
উত্তর : ভিটামিন 'বি' ।
প্রশ্ন : সদ্য স্বাধীন হওয়া দেশটির নাম কী?
উত্তর : দক্ষিণ সুদান।
প্রশ্ন : আধুনিক অলিম্পিক কবে কোথায় শুরু হয়?
উত্তর : গ্রিসের এথেন্সে, ১৮৯৬ সালে।
প্রশ্ন : হিলাল-ই-ইমতিয়াজ কী?
উত্তর : পাকিস্তানের সর্বোচ্চ রাষ্ট্রীয় পদক।
প্রশ্ন : তিন বিঘা করিডোর কোন নদীর তীরে অবস্থিত?
উত্তর : তিস্তা নদী।

 বাংলাদেশের সর্বোচ্চ রাষ্ট্রীয় খেতাব
কোনটি?
উঃ বীরশ্রেষ্ঠ
 কোন জন্তুর চারটি পাকস্থলী আছে?
উঃ গরু
 চর্যাপদে কবির সংখ্যা কত জন?
উঃ ২৪ জন
 বাংলা স্বরধ্বনি কয়টি?
উঃ ১১টি
 সর্বকনিষ্ঠ নোবেল জয়ী কে?
উঃ মালালা ইউসুফজাই

১.কবে ঢাকার ইংরেজি বানান Dacca থেকে Dhaka করা হয়?
উত্তর: ১৯৮২ সালের ৫ই অক্টোবর।
২.বিশ্ব ব্যাংক প্রতিষ্ঠিত হয় কত সালে?
উত্তর: ১৯৪৫ সালে।
৩.বিশ্বের প্রথম মহাকাশ পর্যটক কে?
উত্তর: মার্শাল টিটো।
৪.কোন গাছে সবচেয়ে বেশি ফল ধরে?
উত্তর: নাশপাতি।
৫.বাংলাদেশের কোন জেলাকে হিমালয় কন্যা বলা হয়?
উত্তর: পঞ্চগড় জেলাকে।
৬.কোন শহরকে পৃথিবীর ভূস্বর্গ বলা হয়?
উত্তর: কাশ্মির।
৭.ওসামা বিন লাদেনের ভাই বোনের সংখ্যা কত?
উত্তর: ৫২ জন।
৮.আমেরিকা কয়টি প্রদেশ নিয়ে গঠিত?
উত্তর: ৫১ টি।
৯.পৃথিবীর সবচেয়ে লম্বা ঝুলন্ত সেতুটি কোন দেশে অবস্থিত?
উঃ চীন
১০ বাংলাদেশ থেকে সবচেয়ে বেশি ওষুধ রপ্তানি হয় কোন দেশে?
উঃ ব্রাজিল
১১.জনসংখ্যার দিক দিয়ে বিশ্বের সবচেয়ে নগর
কোনটি?
উঃ টোকিও,জাপান






Comments

Popular posts from this blog

গোল কাঠের হিসাব

সিভিল ইঞ্জিনিয়ারিং এর মাঠের কাজ

লেভেলিং বইয়ের কয়েকটি গুরুত্বপূর্ণ সংজ্ঞা