৩৮ তম BCS এর প্রশ্ন সহ সমাধান।

৩৮ তম BCS এর প্রশ্ন সহ সমাধান। সাধারণ জ্ঞান বাংলাদেশঃ ১. বাংলাদেশের তৈরী প্রথম ন্যানো স্যাটেলাইটের নাম : ব্র্যাক অন্বেষা ২. বাংলাদেশ এবং মিয়ানমারের সমুদ্রসীমা বিরোধ নিস্পত্তি করে কোন সংস্থা : International Tribunal for the Law of the Sea ৩. বাংলাদেশ সর্বাধিক পরিমান অর্থের পণ্য আমদানি করে : চীন থেকে ৪. মুজিবনগর সরকারের ত্রাণ এবং পুনর্বাসন মন্ত্রী কে ছিলেন: এ এইচ এম কামরুজ্জামান ৫. কিসের ভিত্তিতে পূর্ব বাংলায় ভাষা আন্দোলন হয়েছিল : বাঙালী জাতীয়তাবাদ ৬. ১৯৫৪ সালে পূর্ব বাংলা প্রাদেশিক নির্বাচনে যুক্ত ছিলেন না : নবাব স্যার সলিমুল্লাহ ৭. জুম চাষ হয় : খাগড়াছড়িতে ৮. চাকমা জনগোষ্ঠীর লোকসংখ্যা সর্বাধিক : রাঙামাটিতে জেলায় ৯. বাংলাদেশের প্রথম আদমশুমারি হয় : ১৯৭৪ সালে ১০. বাংলাদেশের মোট দেশজ উৎপাদনে কৃষিখাতের অবদান : নিয়মিতভাবে বৃদ্ধি পাচ্ছে ১১. বাংলাদেশের অন্যতম বিশেষায়িত ব্যাংক: বাংলাদেশ কৃষি ব্যাংক ১২. গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ এর সংবিধানের কোন ধারায় সকল নাগরিকের সমান অধিকারের কথা বলা হয়েছে : ধারা ২৭ ১৩. বাংলাদেশ ইকোনমিক রিভিউ ২০১৬ অনুসারে বাংলাদেশের শিশু মৃত্যুর হার (প্রতি হ...