ফাউন্ডেশন



ফাউন্ডেশন কি?

১। ফাউন্ডেশন কি?
উত্তরঃ কাঠামোর সর্বনিম্ন অংশকে ভিত্তি বা বুনিয়াদ বা ফাউন্ডেশন বলে?
২। ভিত্তি প্রধানত কয় প্রকার কি কি?
উত্তরঃ ভিত্তি প্রধানত দুই প্রকার। যথাঃ
ক) অগভীর ভিত্তি
খ) গভীর ভিত্তি
৩। কাঠামোর উপ্র ক্রিয়ারত লোডগুলো কি কি?
উত্তরঃ কাঠামোর উপর তিন প্রকার লোড ক্রিয়া করে-
ক) ডেড লোড (Dead load), খ) লাইভ লোড (Live Load), গ) উইন্ড লোড
৪। কোনটি ডেড লোড?
ক) কোঠামোর উপর অস্থঅয়ী ভাবে চাপানো লোড
খ) কাঠামোর নিজস্ব ওজন
গ) অস্থঅয়ী ও স্থায়ী লোড
উত্তরঃ কাঠামোর নিজস্ব ওজন।
 
৫। লাইভ লোড বলতে কি বুঝ?
উত্তরঃ কাঠামোর উপর অস্থঅয়ী ভাবে চাপানো লাডকে লাইভ লোড বলে।
৬। প্রতি ঘনমিটার dry sand এর ওজন কত?
উত্তরঃ ১৬০০।
৭। প্রতি ঘনমিটার RCC এর ওজন কোনটি?
উত্তরঃ ২৪০০ কেজি/২২৪০ কেজি/১৯২০ কেজি।
৮। AISC এর পূর্ন অভিব্যক্তি লেখ।
উত্তরঃ American Institute of Steel Construction
৯। ঢালু ছাদের উন্মুক্ত পার্শ্বে ন্যূনতম বায়ুর চাপ কত ধারা হয়?
উত্তরঃ ৫০ kg/m2
১০। সিমেন্টের ক্ষেত্রে ডেড লোড কত ধরা হয়?
উত্তরঃ ১০৪০ কেজি/ঘনমিটার।
১১। প্রতি ঘনমিটার বিটুমিন এর ওজন কত?
উত্তরঃ ১০৪০ কেজি।
১২। মাটির ভার বহন ক্ষমতার একক কি?
উত্তরঃ কেজি/বর্গমিটার।
১৩। শুকনা এবং দৃঢ়বদ্ধ মোটা বালি বিশিস্ট মাটির নিরাপদ ভার বহন ক্ষমতা কত?
উত্তরঃ ৪.৫ কেজি/বর্গ সেন্টিমিটার
১৪। মাটির ভার বহন ক্ষমতা নির্ণয়ের জন্র টেষ্ট সিলিন্ডার পদ্ধাতি কোথায় ব্যবহৃত হয়?
উত্তরঃ কাদা ও বেলে মাটি অনেক গভীর পর্যন্ত বিস্তৃত থাকিলে সে ক্ষেত্রে যেমন: ব্রীজ, টাওয়ার, বাঁধ ইত্যাদি)।
১৫। টেষ্ট সিলিন্ডার পদ্ধতির জন্য কত ব্যাসের দুইমুখ খোলা ফাঁপা লোহার পাইপ ব্যবহৃত হয়?
উত্তরঃ ১ থেকে ১.৫ মিটার।
১৬। মাট তদন্ত এর পদ্ধতিগুলো কি কি.
উত্তরঃ মাটি তদন্ত এর পদ্ধতি সমূহ-
১) পরিদর্শন (Inspection)
২) গর্ত পরীক্ষঅ বা ওপেন প্রায়াল পিট (Test Pit)
৩) শলাকা পদ্ধতি (Probing)
৪) ছিদ্র পরীক্ষা (Boring)
ক) আগর বোরিং (Auger boring)
খ) ওয়াশ বোরিং (Wash boring)
গ) পারকুশন বোরিং (Percussion boring)
ঘ) কোর ড্রিলিং (Core Drilling)
ঙ) টেষ্ট সিলিন্ডার (Test Cylinder)
৫। জিও ফিজিক্যাল পদ্ধতি (Geo Physical method)
ক) সিসমিক রিফ্রাকশন (Seismic refraction)
খ) ইলেকট্রক্যাল (Electrical resistivity method)
৬ । সাব সারফেস সাইন্ডিং (Sub surface sounding)
১৭. মাটি তদন্তের জন্য Probing পদ্ধতিতে যে ষ্টীল বার ব্যবহার করা হয় তার ব্যাস কত?
উত্তরঃ ২৫-৪০ মিমি।
১৮। কাদা মাটি অথবা বেলে মাটি সাধারণত ইমারত নির্মাণ করার জণ্য কোন পদ্থতিতে সাব সয়েলের বৈশিষট্য পরীক্ষা করা সুবিধা জনক?
ক) পোষ্ট হোল আগর পদ্ধতি
খ) ওয়াস বোরিং পদ্ধতি
গ) জিও ফিজিক্যাল পদ্ধতি
ঘ) কোর ড্রিলিং পদ্ধতি
১৯। কত মিটার গভীরতা পর্যন্ত আগর বোরিং পদ্ধতি স্বচ্ছন্দে ব্যবহার করা যাইতে পারে?
উত্তরঃ ১৫মিটার।
২০। নরম মাটি, কঠিন মাটি, সংশক্তিপূর্ণ মাটি এং মিহি বালির ক্ষেত্রে মাটি তদন্ত এর পদ্ধতিগুলোর মদ্যে কেনটি প্রযোজ্য?
উত্তরঃ আগর বোরিং।
২১। অত্যন্ত শুক্তমাটি, অত্যন্ত নরম মাটি এবং আদ্র সংশক্তিহীন মাটির ক্ষেত্রে কোন পদ্ধতি অনরুপযোগী?
উত্তরঃ আগর বোরি পদ্ধতি।
২২। আগর বোরিয় পদ্ধতিতে কত সেন্টিমিটার পর পর মাটির নমুনা সংগ্রহ করা হয়?
উত্তরঃ ৩০ সেন্টিমিটার।
২৩। পারকুশন বোরিং পদ্দতিতে ব্যবহৃত ওয়াশ পাইপের ব্যাস কত?
উত্তরঃ ২.৫ সেন্টিমিটার।
২৪। পাথুরে মাটি অথবা বোল্ডার যুক্ত মাটির বোলার মাটি তদন্তের পদ্ধতিতে গুলোর মধ্যে কোনটি প্রযোজ্য?
উত্তরঃ ক) কোর ড্রিলিং
খ) ওয়াশ বোরিং
গ) পারকুশন বোরিং
ঘ) আগর বোরিং
উত্তরঃ পারকুশন
 
২৫। সূত্রটির বিভিন্ন নোটেশনের ব্যাখ্যা লেখ।
উত্তরঃ বিভিন্ন নোটেশনের ব্যাখ্যাঃ
ফুটিং = এর ন্যূনতম গভীরতা, মিটার
মাটির নিরাপদ ভার বহন ক্ষমতা কেজি/বর্গমিটার
মাটির একক ওজন, কেজি/ঘনমিটার
মাটির স্থিরতা কেজি, ডিগী
২৬। বহুতল বিশিষ্ট ইমরাত নির্মাণের ক্ষেত্রে মাটি পরীক্ষার জন্র কোন পদ্ধতি বেশি ব্যবহৃত হয়?
উত্তরঃ ওয়াশ বোরিং (Wash boring) পদ্ধতি।
২৭। মাটির নিরাপদ ভার বহন ক্ষমতা নির্ণয়ের ক্ষেত্রে নিরাপদ সহগ কত ধরা হয়?
ক) ২ অথবা ৩, খ) ৩ অথবা ৪
গ) ৪ অথবা ৫, ঘ) ৫ অথবা ৬
২৮। ডিজাইনের সময় কোনটিতে লাইভ লোড ৭৫ কেজি/বর্গমিটার ধরা হয়?
পাবলিক বিল্ডিং/কর্মশালা/বেলকনি।
উত্তরঃ কর্মশালা।
২৯। কয়টি কারণে স্প্রেড ফুটিং হইতে পারে?
৩টি/৪টি/৫টি
উত্তরঃ ৪টি
৩০। কোনটি ডেড লোড?
টেবিল চেয়ার/আরসিসি স্লাব/বাতাসের চাপ।
উত্তরঃ আরসিসি স্লাব
৩১। বহুতল বিশিষ্ট ইমারতের জন্য নিরাপদ সহক কত ধরা হয়?
উত্তরঃ ১-২/১.৫-২/২.৫-৩
৩২। উপকূলীয় অঞ্চলে ইমারতের উচ্চতা প্রস্থের কত গুণের কম হইলে উয়িন্ড লোড বিবেচনা করা হয় না।
উত্তরঃ ২
৩৩। এআইএসসি কোড অনুযায়ী কাঠামোর উন্মুক্ত পার্শে¦ বায়ুচাপের পরিমান কত ধরা হয়?
ক) ৭৮ কেজি/বর্গমিটার খ) ৯৮ কেজি/বর্গমিটার , গ) ১০৮ ে কেজি/বর্গমিটার
 
উত্তরঃ ৯৮ কেজি/বর্গমিটার
৩৪। সরাসরি লোড প্রযোগ করিয়া ামটির ভার বহন ক্ষমতা নির্ণয়ের ক্ষেত্রে যে টিম্বার বাল্ব ব্যবহার করা হয় তার প্রস্থচ্ছেদ কত?
উত্তরঃ ৩০ সেন্টিমিটার দ্ধ৩০ সেন্টিমিটার
অগভীর ভিত্তি
৩৫। অগভীর ভিত্তি বলতে কি বুঝ?
উত্তরঃ ভিত্তির গভীরতা, ভিত্তির প্রস্থের সমান বা কম হইলে তাহাকে অগভীর ভিত্তি বলে। অন্য কথায় যে ভিত্তি খনন করিয়া নির্মাণ করা হয় তাকে অগভীর ভিত্তি বলে।
৩৬। কাঠামোর এলাকায় মেঝের ন্রায় সমস্ত এলাকা জুড়িয়া মোটা আরসিসি স্লাব নির্মান করিয়া নির্মাণ করা হয়।
ক) কলাম ফুটিং ভিত্তি।
খ) স্প্রেড ফুটিং ভিত্তি
গ) র্যাফট ভিত্তি
উত্তরঃ র্যাফট ভিত্তি।
৩৭। শূন্যস্থা পূরন কর-
ক) যে সমস্ত এলাকায় বেলে মাটি বা নরম মাটির অভ্যন্তরে স্বল্প গভীরতায় শ্কত স্থর পাওয়্যা যায় সেখানে অধিক লোড সম্পন্ন কাঠামোর লোডকে শ্কত স্থরে স্থানান্তর করার জন্য ভিত্তি ব্যবহার করা হয়।
খ) পায়ারের ব্যাস, পায়ারের উচ্চতার-------------- অংশের চেয়ে কম হইবে না।
গ) আর্গ্রতার পরিবর্তনে ------------- সয়েল এর সংকোচন প্রসারণ ঘটে।
ঘ) পায়ার ভিত্তি সাধারণত ------------- হইয়া থাকে।
ঙ) আন্ডার বীম পাইলে --------- এর সংখ্যা বৃদ্ধি করিয়া বহুতলা বিশিষ্ট ভবন নির্মাণ করা যায়।
চ) বিত্তির গভীরতা ভিত্তির প্রষ্থের সমান বা কম হইলে তাহাকে Ñ------- ভিত্তি বলে।
ছ) আন্ডার বীম পইলে একটি অতিরিক্ত বাল্ব প্রদান করিলে ভার বহন ক্ষমতা ------------- বৃদ্দি পায়।
উত্তরঃ
৩৮। ক) পায়ার ভিত্তি, খ) ১/১২ গ) ব্লাক কটন, ঘ) গোলাকার, ঙ) বাল্ব, চ) আগভীর, ছ) ৫০%।
৩৯। বলতে কি বুঝ?
উত্তরঃ ভিত্তির গভীরতা উপহার প্রস্থের তুলনায় অনেক কম বেশী হইলে উহাকে বলে।
৪০। ব্যবহার অনুযায়ী পাই কত প্রকার ও কি কি?
ক) বিয়ারিং পাইল
খ) শীট পাইল
গ) ফ্রিকশন পাইল
ঘ) অ্যাংকোর পাইল
ঙ) ব্যাটার পাইল
চ) ফোন্ডার পাইল
ছ) কম্পাকশন পাইল
৪১। শূন্যস্থান পূরণ করঃ
ক) ---------------- পাইল মাটির অভ্যন্তরের শক্ত স্থর পর্যন্ত পৌছান হয়।
খ) ---------- পাইল শক্ত স্তর পর্যন্ত প্রবেশ করানো হয় না।
গ) ------------- পাইল রিটেইনিং ওয়াল হিসাবে কাজ করে।
ঘ) আনুভমিক টানা বলকে প্রতিরোধ করার জন্য ---------- পাইল ববহার করা হয়।
ঙ) -------- পাইল সাধারণতঃ কাঠের হইয়া থাকে।
চ) কাঠের পাইলে দৈঘ্য সাধারণতঃ পাইলে উপরের প্রান্তের ব্রাসের ------- গুণ হইয়া থাকে।
ঞ) বর্তমানে পাইল ভিত্তির ব্রবহার --------------।
উত্তর
৪২। বিয়ারিং, খ) ফ্রিকশন, গ) শীট, ঘ) অ্যাংকোর, ঙ) ফোল্ডার, চ) ২০, ছ) টিম্বার, জ) ২০ টন, ঝ) কাষ্ট-ইন-সিটু, ঞ) সর্বাধিক।
৪৩। নরম মাটি বা পানি অতক্রম করিয়া যে পাইল কঠিন স্তরে কাঠামাের লোডকে ট্রান্সফার করে তাহাকে -------- পাইল বলে।
ক) টিম্বার পাইল, খ) বিয়ারিং পাইল, গ) শীট পাইল।
উত্তরঃ বিয়ারিং পাইল।
৪৪। পদার্থের সর্বোচ্চ লোভ বহন ক্ষমতাকে নিরাপদ লোড বহন ক্ষমতা দ্বারা ভাগ করিলে যে সংখ্যা পাওয়া যায় তাহাকে ------- বলে।
৪৫। ভার বহন পদ্ধতি অনুযায়ী
 
ক) ৩ প্রকার খ) ৪ প্রকার, গ) প্রকার
উত্তরঃ ৩ প্রকার।
৪৬। মূন্যস্থান পূরন কর।
ক) তীর্যকভাবে যে পাইল ড্রাইভ করা হয় তাহাকে ------------ পাইল বলে।
খ) কংক্রিট ডেক্স অথবা অন্য যে কোন ওয়াটার ফ্রন্ট ষ্ট্রাকচার জাহাজ ব্রারেজ অথবা যে কােন ভাসমান বস্তুর আঘাতে ক্ষতিগ্রষ্থ না হয় তজ্জন্য যে পাইল এর সাহায্যে এই ওয়াটার ফ্রন্ট স্ঠ্রাকচারকে রক্ষা করা হয় তাহাকে ----------- পাইল বলে।
গ) কংক্রিট পাইল-------------- প্রাকর।
ঘ) যেখানে স্থায়ীভাবে অবস্থা করিবে সেখানে ------------ পাইল তৈরী করা হয় না।
ঙ) যদি একই পাইল ক্যাপ এর অধীনে অনেকগুলো থা০-
৪৭। ক) ব্যাটার, খ) ফ্যান্ডার, গ) দুই, Ñ প্রি-কাষ্ট, ঙ) গ্রুপিং অব পাইল
৪৮। পাইল বসানোর পদ্ধতি কয়টি ও কি কি?
উত্তরঃ পাইল সাধারণতঃ চার পদ্ধতিতে বসান যায়। যেমনঃ
ক) ড্রপ- হ্যামার দ্বারা
খ) স্টীম হ্যামার দ্বারা
গ) ওয়াটার জেট দ্বারা
ঘ) বোরিং দ্বারা
৪৯। সিংগেল একটিং হ্যামার দ্বারা প্রতি মিনিটে পাইলের উপর কত বার আঘাত করা যায়?
ক) ২০-৩০ বার
খ) ৩০-৪০ বার
গ) ৪০-৫০ বার
ঘ) ৫০-৬০ বার
উত্তরঃ ৫০-৬০ বার
৫০। ডাকরা এটি ষ্টীল হ্যামার দ্বারা প্রতি মিটিটে পাইলের উপর কত বার আঘাত করা যায়?
উত্তরঃ প্রতি মিনিটে ১০০-২০০ বার।
৫১। হাতুরীর ওজন, পাইলের ওজনের কত % এর কম হওয়া উচিত?
উত্তরঃ ৫০%।
৫২। তাহুরীর ওজন সাধারণতঃ ২ থেকে ৪টন এবং ষ্ট্রোক দৈষ্য/পতন দৈঘ্য সাধারণত -------- মিটার হযে থাকে।
উত্তরঃ ১.৫মিটার।
৫৩। কেইসন কি.
উত্তরঃ পানির নীচে যথাস্থানে ভিত্তি স্থঅপনের জন্র যে কাঠামো ব্যবহৃত হয় তাহাকে কেইসন বলে।
৫৪। ভিত্তির গভীরতা নূন্যতম কত ধরিতে হয়?
৪৫ সেন্টিমিটার/৬০ সেন্টিমিটার/ ৯০ সেন্টিমিটার
উত্তরঃ ৯০ সেন্টিমিটার
৫৫। সর্বমোট লোডকে মাটির নিরাপদ ভারবহন ক্ষমতা দ্বারা ভাগ করিলে ভিত্তির কি পাওয়া যায়?
দৈর্ঘ্য/প্রস্থ/গভীরতা
উত্তরঃ প্রস্থ।
৫৬। যে পাইল, পাইল বসানোর স্থানে ঢালাই করা হয়, তাহাকে ---------- পাইল বলে।
প্রিকাষ্ট, খ) অর সি সি পাইল, গ) কাস্ট ইন-সিটু
উত্তরঃ কাস্ট ইন-সিটু
৫৭------- এক প্রকার অস্থঅয়ী বেষ্টনী যাহা নদী, হৃদ ইত্যাদি এলাকায় নির্মাণ কাজ চলাকালে পানি প্রবেশে বাঁধা দান করে।
ক) শীট পাইল, খ) ড্যাম, গ) কফার ড্যাম
উত্তরঃ কফার ড্যাম
৫৮। পানির নীচে যথাস্থানে ভিত্তি স্থাপনের জন্র যে কাঠামো ব্যবহৃত হয় তাহাকে ----------- বলে।
উত্তরঃ কেইসন/সিলিন্ডার/কফার ড্যাম।
ভিত্তির কংক্রিট
৫৯। কংক্রিট কয় প্রকার ও কি কি।
উত্তরঃ কংক্রিট চার প্রকারঃ
ক) লাইম কয়ক্রিট
খ) সিমেন্ট কংক্রিট
গ) আর সি সি কংক্রিট
ঘ) প্রি ষ্টেপাসড কংক্রিট
৬০। কোনটি কোর্স এগ্রিগেট?
ক) বালি, খ) খোয়া, গ) সুরকি, ঘ) সিমেন্ট
৭০।ম্যাশিনারি কি?
উত্তরঃ ইট বা পাথরের নির্মান কলাকৈশোল কে ম্যাশিনারি বলে ।
৭১।নির্মাণ সামগ্রি অনুযায়ী ম্যাশিনারি কত প্রকার?
উত্তরঃ ৭১।নির্মাণ সামগ্রি অনুযায়ী ম্যাশিনারি ৬ প্রকার।
ক)স্টোন ম্যাশিনারি
খ)ব্রিক ম্যাশিনারি
গ)রিইনফোর্ড ব্রিক ম্যাশিনারি
ঘ)কম্পোজিট ম্যাশিনারি
ঙ)হলো-কোংক্রিট ব্লক ম্যাশিনারি
চ)লোড বিয়ারিং ওয়াল টাইল ম্যাশিনারি
৭২। ক) FPS পদ্ধতিতে ইটের আকার কত?
খ)মেট্রিক পদ্ধতিতে ইটের আকার কত?
উত্তরঃ ক)৯*১/২*৪*১/২*২*১/২ ইঞ্চি এবং মসলাসহ ১০”*”*
খ)২৪১*১১৪*৭০ মিমি এবং মসলাসহ ২৫৪*১২৭*৭৬মিমি
৭৩। ইটের যে অংশে তৈরি কর্তার সংক্ষিপ্ত নামের সাক্ষর থাকে তার টেকনিক্যাল নাম কি?
উউত্তরঃ ফ্রগ
৭৪।stretcher এর আকার কত?
ক)২৪১*৭০মিমি
খ)২৪১*১১৪ মিমি
গ)১১৪০*৭০ মিমি,
উত্তরঃ ২৪১*৭০মিমি
৭৬। ইটেড় ২৫৪*৭৬ মিমি তলের টেকনিক্যাল নাম কি?
উত্তরঃ স্ট্রেচার
৭৭। হেডারের মাপ কি?
উত্তরঃ ১২৭*৭৬ মিমি,
৭৮।দেওয়ালের যে পাশে আবহাওয়ার দিকে অথবা বাহিরের দিকে উন্মুক্ত তাকে তার টেকনিক্যাল নাম কি?
উত্তরঃ ফেস
৭৯। দেওয়ালের ফেস নির্মাণের জন্য ব্যবহৃত পদার্থের নাম কি?
উত্তরঃ ফেসিং
৮০। দেওয়ালের ভিতরের পাশে যাহা আবহাওয়ার দিকে উন্মুক্ত থাকেনা তার নাম কি?
উত্তরঃ ব্যাক
৮১।দেওয়ালের ব্যাক নির্মাণের ব্যবহৃত পদার্থকে------বলে।
উত্তরঃ ব্যাকিং
৮২। ফিলিং কি?
উত্তরঃ দেওয়ালের ব্যাকিং এবং ফেসিং এর মধ্যবর্তি অঞ্চল কে ফিলিং বলে ।
৮৩।শূন্যস্থান পুরন করঃ-
ক) ইটের আকটি লম্বা পার্শ(২৫৪*৭৬০) অক্ষিত রাখিয়া ইটের অন্য পাশে কাটা হলে------ইট পাওয়া যায়।
খ) ইটের আকটি লম্বা পার্শ(২৫৪*৭৬০) অক্ষিত রাখিয়া ত্রিভূজাকার একটি খন্ড কাটিলে------ক্লোজার পাওয়া যায়।
গ)অর্ধেক প্রস্থ বিশিষ্ট পূর্ণ দৈর্ঘের ইটকে----ক্লোজার বলে।
ঘ)দরজা জালনির জন্য নির্মিত ফাকা জায়গার খাড়া পার্শদয়কে-----বলে।
ঙ)দরজা জালনা চৌকাঠ লাগানোর পরে দেওয়ালের উন্মুক্ত পার্শে যে খাড়া পৃষ্টদেশ অবশিষ্টথাকে তাকে ----বলে ।
চ)মাটির সমান্তরালে যদি এক কোর্স ইট দেওয়াল পৃষ্ঠ কিছুটা বাহিরে থাকে তবে তাকে ---- বলে।
ছ)কার্নিশের উপর এক কোর্স পাথরের গাথুনিকে-----বলে ।
উত্তরঃ ক)ক্লোজার খ)কিং গ)কুইন ঘ)জ্যাম্বস ঙ)রিভিলস চ)স্ট্রিং কোর্স
৮৪. ঢালু ছাদে প্রান্তে নির্মিত ম্যাশিনারি কে---বলে।
উত্তরঃ গেবল
৮৫।কলাম কি?
উত্তরঃ ইহা একটি একক ভ্যারটিকাল রিয়ারিং মেম্বর।
৮৬। ব্যাট্রেস কি?
উত্তরঃ লম্বা দেওয়ালকে বহির্মুখি ধাক্কা সহনক্ষম করার জন্য দেওয়ালের কিছু দুরুত্য পরপর বহিস্থাপন পার্শে পুরু ধাপে ধাপে বৃদ্ধি করা হয় তাকে ব্যাট্রেস বলে।
৮৭।কর্বেল কি?
উত্তরঃ দেওয়াল থেকে বাহির হয়ে থাকা ইট বা পাথরের এক বা একাধিক কোর্স কে কর্বেল বলে।
৮৮। ইন্ডেনটিং কি?
উত্তরঃ ভবিষ্যৎ এর খথা বিবেচনা করে ম্যাশিনারি কাজে আপাতত বিরতি দেওয়া কে ইন্ডেনটিং বলে।
৮৯।টেমপ্লেট কি?
উত্তরঃ কংক্রিটের তৈরি একটি ব্লক ।যাহা বিম অথবা গার্ডারে কেন্দ্রিভুত লোডকে বিস্তৃত আলাকাই ছারাইয়া দেওয়ার জন্য বি অথবা গার্ডারের নিচে স্থাপন করা হয়।
৯০।বেসমেন্ট কি?
উত্তরঃ কোন ভবনের মাটির নিচের তলাকে বেসমেন্ট বলে।
৯০।বেসমেন্ট কি?
উত্তরঃ কোন ভবনের মাটির নিচের তলাকে বেসমেন্ট বলে।
৯১। কাঊনোজ কি?
উত্তরঃ ইটের দুই প্রান্ত গোলাকার করাকে কাঊনোজ বলে।
৯২। ভাল ইটের কয়েকটি বৈশিষ্ট লেখ।
উত্তরঃ
ক) নিখুত ও শক্ত
খ) উত্তম ভাবে পোড়ানো
গ)সমবর্ণ বিশিষ্ট
ঘ)চুড়ি দারা আচড় দিলে দাগ পরবে না।
ঙ) দুতি ইট আঘাত করলে ধাতব শব্দ হবে।
চ)১ মিটার উপর থেকে ফেলে দিলে ভাংবে না।
ছ)সাইজ ২৪১*১১৪*৭০ মিমি এবং ওজন ৩.৭৫ কেজি ।
৯৩। নির্মান কাজে ব্যবহারের পুর্বে পানি শোষনের জন্য কমপক্ষে কয় ঘন্টা পানিতে ভিজিয়ে রাখতে হয়?
ক) ১ ঘন্টা খ) ১.৫ ঘন্টা গ) ২ ঘন্টা ঘ) ৩ ঘন্টা
উত্তরঃ ২ ঘন্টা
৯৫। গাথুনির কাজ শেষ হাওয়ার কত দিন পরে প্লাস্টার করা উচিত?
উত্তরঃ ২৮ দিন
৯৬। ৭৫ মিমি পুরু পার্টিশন অয়াল তৈরি করতে প্রতি তৃতিয় বা ৪র্থ কোর্সে ----ব্যবহার করতে হবে।
উত্তরঃরিইনফোর্সমেন্ট
৯৭। একদিনে ইটের গাথনি সর্বচ্চ কত হবে?
উত্তরঃ ১.৫ মিটার
৯৮ইটের দেয়াল খাড়া হচ্ছে কিনা তা নিরিক্ষা করার জন্য কি ব্যবহার করা হয়?
উত্তরঃ ওলন
৯৯। আমাদের দেশে কমপক্ষে এক ইট পুরু দেয়ালে কোন বন্ড ব্যবহার করা হয়?
উত্তরঃ ইংলিশ বন্ড
১০০) বৃত্তকার দেওয়াল তৈরি করতে কোন বন্ড ব্যবহার করা হয়?
উত্তরঃ হেডার বন্ড
১০১) ফ্লেমিশ বন্ড কত প্রকার ?
উত্তরঃ ২ প্রকার
১০২) কোন বন্ডে হেডার ও স্টেচার পাশাপাশি বসে?
উত্তরঃ ফ্লেমিশ বন্ড
১০৩। পার্টেশন দেয়ালে কোন বন্ড ব্যবহার করা হয়?
উত্তরঃ স্টেচার বন্ড
১০৪। কোন বন্ড ইংলিশ বন্ডে রুপান্তর মাত্র?
উত্তরঃ ডাচ বন্ড
১০৬। রেকিং বন্ড কত প্রকার ও কি কি?
উত্তরঃ ক) হেরিং বোন বন্ড খ) ডায়াগোনাল বন্ড
১০৭। কোন বন্ড দেখতে অনেকটা হেরিং বোন বন্ড এর মত এবং রাস্তার কাজে ব্যবহার হয়?
উত্তরঃ জিন-জাণ বন্ড
১০৮।বন্ড কি?
উত্তরঃ ইটকে একের পর এক সাজিয়ে শৃংখলা বদ্ধ করে এক অবিছিন্ন দেওয়ালে পরিনত করা হয়। ইটকে এরূপ শৃংখলা বদ্ধ করার পদ্ধতিকে বন্ড বলে।
১০৯। শুন্যস্থান পুরণ করঃ-
ক) দেওয়ালের মধ্য ৫ থেকে ৮ সে,মি ফাকা রেখে যে দেওয়াল তৈরি করা হয় তাকে---- অয়াল বলে ।
খ) নিরেট দেওয়ালের তুলনায় ফাকা দেওয়ালের----- তাপ নিরোধন ক্ষমতা বেশি।
গ) ক্যাভিটি দেওয়ালে u.k এর ভবন নির্মানের নিতিমালা অনুসারে-----আনুভুমিক
দূরত্ব এবং---- খাড়া দূরত্ব পরপর অবশ্যই টাই স্থাপন লরতে হবে।
উত্তরঃ ক)ক্যাভিটি খ)২৫% গ)৯০০ মিলিমিটার, ৪৫০ মিলিমিটার,
১১১।কম্পোজিট ম্যাশনারি কি?
উত্তরঃ একাধিক নির্মান সামগ্রির সমন্বয়ে নির্মিত গাথুনি কে কম্পোজিট ম্যাশনারি বলে।
১১২। ম্যাশিনারির মধ্যে উৎপাদিত কংক্রিট ব্লকের আদর্শ আকার কত?
উত্তরঃ ক)ফাপা কংক্রিট , ৩৯*১৯*৩০ সেন্টিমিটার
খ)ফাপা বিল্ডিং টিইল,৩৯*১৯*২০ সেন্টিমিটার
গ)পার্টিশনের জন্য ফাপা কংক্রিট ব্লক,৩৯*১৯*১০ সেন্টিমিটার
১১৩।ফাপা আদর্শ কংক্রিট ব্লকের উপরিতলের ক্ষেত্রফল কত?
উত্তরঃ মোট ক্ষেত্রফল এর ৫৫-৬০%
১১৪। ফাপা আদর্শ কংক্রিট ব্লকের পুরুত্ত কত?
উত্তরঃ ৫ সেন্টিমিটার
১১৫।আর্চ সাপোর্টের উপর কেমন চাপ প্রয়োগ করে?
উত্তরঃ আনুভুমিক ও উল্লমবিক,
১১৬। শুন্যস্থান পুরণ করঃ-
ক) আর্চের ঠিক মাজখানে অর্থাৎ সর্বচ্চ বিন্দুতে যে বৃহৎ অয়েজ আকার ব্লকটি স্থাপন করা হয় ,তাকে----বলে।
খ) আর্চের ইনার কার্ভকে ---বলে ।
গ) ----- এর ইনার সারফেসকে সফিট বলে ।
ঘ) আর্চের বহিস্থ কার্ভকে ----বলে ।
ঙ) extrados এর সর্বোচ্চ বিন্দুকে---- বলে ।
চ) দয়ালের যে অংশে, একটি আর্চ প্রান্তের সাপোর্ট হিসাবে কাজ করে তাকে-----বলে
ছ)-----পাশাপাশি দুটি আর্চের সাপোর্ট হিসাবে কাজ করে ।
উত্তরঃ ক) কী স্টোন খ) ইন্ট্রেডোজ গ) আর্চ ঘ) extrados
ঙ)ক্রাঊন চ) abutment ছ) পায়ার
১১৭। কে আর্চের বহির্মুখী ধাক্কা সহ্য করে ।
উত্তরঃ abutment
১১৮।স্কিউব্যাক এবং ইন্ট্রেডোজ এর ছেদ বিন্দুকে কি বলে ।
উত্তরঃ স্প্রিগ্ঙ্গিং পয়েন্ট।
১১৯। ক্রাউন ও আনুভুমিক স্পর্শক রেখা ও আর্চের পিঠের মধ্যবর্তি ত্রিভুজাকার স্থানকে কি বলে?
উত্তরঃ স্প্যানড্রিল
১২০। স্কিউ-ব্যাক ও ক্রাউন এর মধ্যবর্তি আর্চের নিচের অর্ধেক অংশ কে কি বলে?
উত্তরঃ Haunch
১২১। শুন্যস্থান পুরণ করঃ-
ক) আর্চের স্প্যান দৈর্ঘ ০-১.৫ মিটার পুরুত্ত------হবে ।
খ) আর্চের স্প্যান দৈর্ঘ ১.৫-৪ মিটার হলে পুরুত্ত------হবে ।
গ) আর্চের স্প্যান দৈর্ঘ ৪-৭.৫ মিটার পুরুত্ত------হবে ।
উত্তরঃ ক) ২০ সেন্টিমিটার খ)৩০ সেন্টিমিটার গ)৪০সেন্টিমিটার
১২২।শুন্যস্থান পুরণ করঃ-
ক)-----আর্চের ক্ষেত্রে বৃত্তের কেন্দ্র স্প্রিংগ্যিং লাইনের নিচে অবস্থান করে ।
খ)----আর্চের কেন্দ্রে স্প্রিগিং লাইনের উপর অবস্থান করে ।
গ) -----আর্চের একাধিক কেন্দ্র থাকে ।
ঘ)প্যারাবোলিক আর্চ ---কেন্দ্র বিশিষ্ট ।
ঙ) একক অর্ধবৃত্তকার আর্চের পুরুত্ত,T=------
উত্তরঃ ক) সেগমেন্টাল খ) অর্ধবৃত্তকার গ)উপবৃত্তকার ঘ)তিন ঙ) ০.০৭R^1/2
124.
এক কেন্দ্রবিশিষ্ট আর্স কোনটি?
ক)blunt arch খ)horse shoe arch গ)elliptical arch
উত্তরঃ horse shoe arch
১২৫।তিন কেন্দ্রবিশিষ্ট আর্স কোনটি?
ক)parabolic arch খ)blunt arch গ) segmental arch
উত্তরঃ parabolic arch
১২৬। এক কেন্দ্রবিশিষ্ট আর্স এর পুরুত্ত কত?
উত্তরঃ T =0.045R^1/2
১২৭। সিরিজ সেগমেন্ট আর্স এর পুরুত্ত কত?
উত্তরঃ T =0.064R^1/2
১২৮। rcc লেন্টেল এর পুরুত্ত কত?
ক)৫ ইঞ্চি খ)৬ ইঞ্চি গ)৮ ইঞ্চি
উত্তরঃ ৬ ইঞ্চি
১২৯।bulls eye arch এর কেন্দ্র কয়টি?
ক)১টি খ) ২টি গ)৩টি
উত্তরঃ ১টি

১৩০। শুন্যস্থান পুরণ করঃ-
ক) ----হলো একটি আনুভূমিক মেম্বার।
খ)লিন্টেলের নুন্যতম বিয়ারিং ----- সেমি।
গ)-----ইত্যাদি নিখুত কাঠ,কাঠের লিন্টেল হিসেবে ব্যবহার করা হয়।
ঘ) লিন্টেলের স্প্যান দৈর্ঘ ০-১ মিটার হলে ব্যবহৃত রডের ব্যাস ----মিমি।
ঙ) লিন্টেলের স্প্যান দৈর্ঘ ১-১.৫ মিটার হলে ব্যবহৃত রডের ব্যাস----মিমি
চ)লিন্টেলের স্প্যান দৈর্ঘ ২-৩ মিটার হলে ব্যবহৃত রডের ব্যাস ----মিমি।
ছ) ক্যাভির্টি ওয়ালের ফোকরের উপরে ---- লিন্টেল নির্মান করা হয়।
জ)লিন্টেল সাধারনত ৬ মিমি ব্যাসের রডকে ----হিসাবে ব্যবহার করা হয়।
উত্তরঃ ক) লিন্টেল খ)১০ সেমি গ) শাল,শেগুন ঘ)৬ মিমি ঙ) ৮ মিমি চ)১২মিমি ছ)rcc বুট লিন্টেল জ) স্টিপার।
১৩০।ভিত্তি বলতে কি বুঝ?
উত্তরঃ কোন কাঠামোর নিম্নভাগের যে অংশ মাটির নিচে অবস্থান করে তাকে ভিত্তি বা ফাউন্ডেশন বলে।ইহার মাধ্যমেই সমস্ত স্ট্রাকচার এবং ইহার উপস্থিত সমস্ত কিছুর ভার তলদেশের মাটিতে পৌছে ।
ভিত্তির স্থায়িত্ত দৃরতার জন্য শক্ত ভুমির বিশেষ প্রয়োজন ।
১৩২। ভিত্তিতল বলতে কি বুঝ ?
উত্তরঃ কাঠামোর ভার বা অজন বহন করিবার জন্য মাড়ি খনন করিয়া সমশক্তি ও প্রয়োজনীয় ভার বহন ক্ষমতা সম্পন্ন মাটির স্তরের উপর যে সমতল পৃষ্ঠ তৈরি করা হয়,তাকে ভিত্তিতল বা ফাউন্ডেশন বেড বলে ।
১৩৩। ভিত্তি ও ভিত্তিতলের মধ্যে পার্থক্য কি ?
উত্তরঃ
ভিত্তি ভিত্তিতল
১।ভিত্তি স্ট্রাকচার এর একটি অংশ । ১ ।ভিত্তিতল স্ট্রাকচার এর একটি অংশ নয়।
২।স্ট্রাকচার এর সবচেয়ে নিচের অংশ যাহা G,L এর নিচে অবস্থান করে তাকে ভিত্তি বলে । ২। ভিত্তি স্থাপন করার জন্য যে ট্রেন্স কাটা হয় ঐ ট্রেন্স এর তলদেশকে ভিত্তিতল বলে ।
৩। ভিত্তির স্থায়িত্তশীলতা ভিত্তিতলের উপর নির্ভর করে । ৩। ভিত্তি তলের স্থায়িত্তশীলতা মাটির ভার বহন ক্ষমতার উপর নির্ভর করে ।
১৩৪। মাটির ভারবহন ক্ষমতা বলতে কি বুঝ?
উত্তরঃ যে কোন কাঠামোর ভার বহন করে ভিত্তির নিচের মাটি ।যে কোন মাটির উপর যে কোন ভার চাপিয়ে দেওয়া যায় না কারন সব মাতি এক প্রকার নয় এবং যে কোন ভার বহন করার ক্ষমতা রাখে না ।হঠাৎ বসন বা ধ্বংস হিওয়ার পুর্বে প্রতি বর্গমিটার মাটি সর্বচ্চ যে ভার বিহন করতে পারে তাকে মাটির ভারবহন ক্ষমতা বলে ।
১৩৫। একটি সাধারন ভিত্তির চিত্র অংকন করে বিভিন্ন অংশের নাম লিখ ।
উত্তরঃ নিজে আঁক
১৩৬। কোথায় কন প্রকার ভিত্তি নির্মান করা হয় ?
উত্তরঃ
১) স্প্রেড ফাউন্ডেশনঃ- যে সমস্ত এলাকায় মাটির ভার বহন ক্ষমতা বেশি এবং মাটির ক্ষয় সাধন কম সে সমস্ত এলাকায় স্প্রেড ফাউন্ডেশন নির্মান করা হয়।
২।রেফট ফাউন্ডেশনঃ-যে সমস্ত এলাকায় মাটি খুব হালকা,নরম ও প্লাস্টিক ধরনের,আবার মাটির ভার বহন ক্ষমতা কম স্প্রেড ফুটিং নির্মান করা খুব অসুবিধা জনক তখন সেখানে রেফট ফাউন্ডেশন নির্মান করা হয়।
৩। পাইল ফাউন্ডেশনঃ- মাটি সরে যাওয়ার আশংকা থাকলে এবং খুব নিকটে শক্ত স্তর পাওয়া না গেলে,নিচে পানি সমস্যা থাকলে তখন সেখানে পাইল ফাউন্ডেশন নির্মান করা হয়।
৪। সিলিন্ডার,ক্যাসনস,পায়ার অ্যান্ড ওয়েল ফাউন্ডেশনঃ-যখন অতি ভারি কাঠামোর লোড পাথর শক্ত স্তরের উপর ন্যাস্ত করবার প্রয়োজন হয় তখন সেই সব ক্ষেত্রে এই জাতীয় বুনিয়াদ নির্মান করা হয়।
১৩৭।মাটির নিরাপদ ভার বহন ক্ষমতা বলতে কি বুঝ? ফ্যাক্টর অব সেফটি কি?
উত্তরঃ মাটিকে যখন ভারবহন করার কাজে ব্যবহার করা হয়,তখন উক্ত মাটি নিরাপদে কি পরিমান ভার বহন করতে পারে তা পরিক্ষা নিরীক্ষা মাধ্যমে বিবেচনা করা হয়।এই নিরাপদ বহন ক্ষমতা মাটির সর্বচ্চ ভার বহন ক্ষমতা হতে কম দেওয়া হয় ,যাতে মাটি কোন অবস্থাতেই ভারবহনে ব্যর্থ না হয়। একেই মাটির নিরাপদ ভার বহন ক্ষমতা বলে।
ফ্যাক্টর অব সেফটি = চুড়ান্ত লোড/নিরাপদ লোড
অর্থাৎ পদার্থের সর্বচ্চ লোড বহন লোড ক্ষমতা /নিরাপদ লোড ক্ষমতা দ্বারা ভাগ করলে যে সংখা পাওয়া যায় তাকে ফ্যাক্টর অব সেফটি বলে।



বিল্ডিং নির্মাণে যে তথ্য গুলো জানা উচিত(সিভিল ইঞ্জিনিয়ারিং)
১ ব্যাগ সিমেন্ট এ পানি লাগে ২১ লিটার।
১০ওয়াল গাথুনীতে প্রতি ০১ সিএফটি গাথুনীতে ১০ টি ইট লাগে।
০৫ওয়াল গাথুনীতে প্রতি ০১’ (স্কয়ার ফিট) গাথুনীতে ০৫ টি ইট লাগে।
ছলিং এ প্রতিস্কয়ার ফুট এর জন্য ০৩ টি ইট লাগে।
০৯ টি পিকেট ইট দিয়ে ১ সিএফটি খোয়া হয়।
১ টি ইটে খোয়া হয় ০.১১ ঘনফুট।
১ স্কয়ার ফুট গাথুঁনিতে ১:৪ অনুপাতে সিমেন্ট লাগে ০.০২১ ব্যাগ, বালু লাগে ০.১২ ঘনফুট।
১ স্কয়ার ফুট ইটের গাথুঁনিতে ১:৫ অনুপাতে সিমেন্ট লাগে ০.০২০ ব্যাগ, বালু ০.১২৪ ঘনফুট।
১ ঘনফুট ঢালাইয়ের জন্য ১:২:৪ অনুপাতে সিমেন্ট লাগে ০.১৭২ ব্যাগ,বালু লাগে ০.৪৫ ঘনফুট, খোয়া লাগে ০.৮৮ ঘনফুট।
* গাথুনীর প্লাষ্টারে ১:৫ অনুপাতে সিমেন্ট
দিতে হয়।
বি.দ্র :- প্লাস্টারের ফ্রেশ সাইডে মসলার পুরুত্ব আধা ইন্চি এর রাফ সাইডে মসলার পুরুত্ব পনে এক ইঞ্চি বা ১৫ মিমি . . সিলিং প্লাষ্টারে (১:৩ বা ১:৪) অনুপাতে সিমেন্ট দেয়া যায় । এবং মসলার পুরুত্ব 6 মিমি . বীম এবং কলাম সিলিং এর জন্য ।

প্রতি এস,এফ,টি নিট ফিনিশিং করতে =
০.০২৩৫ কেজি সিমেন্ট লাগে।

ইটের মাপ:- প্রচলিত নিয়মে
————++-———++—-—
মসলা ছাড়া (৯.৫” x৪.৫” x২.৭৫”)
মসলাসহ = (১০” x” x
”)

Comments

Popular posts from this blog

গোল কাঠের হিসাব

সিভিল ইঞ্জিনিয়ারিং এর মাঠের কাজ

লেভেলিং বইয়ের কয়েকটি গুরুত্বপূর্ণ সংজ্ঞা