ভাইভা বোর্ডের প্রশ্ন

ভাইভা বোর্ডের প্রশ্ন :
১.আপনার সম্পর্কে কিছু বলুন?
২.শিয়ার ফোর্স ও বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম কেন আকা হয়?
৩.বালির আয়তন স্ফীতি কি?
৪.ডার্সির ফর্মূলা টি বল?
৫.রডের একক ওজন কত টন?
৬.বিটুমিনের কয়েকটি টেস্টের নাম বল?
৭.কয়েকটি পাথরের নাম বল?
৮.ইটের সাইজ কত?
সহজ কিছু প্রশ্ন।
.
১, ইট কাকে বলে ?

উত্তরঃ ইট হচ্ছে একটি আয়তকার কঠিন ঘনবস্তু।যা কাঁচা অবস্থায় নমনীয় থাকে এবং পোড়ানোর পড়ে শক্ত আকার ধারন করে।
২, আদর্শ ইটের সাইজ কত ?
উত্তরঃ. ৯.৫"×৪.৫" ×২.৭৫"।
৩, Civil - এর অর্থ কী ?
উত্তরঃ. Civil:পুরকৌশল
3. Civil:পুরকৌশল
উত্তরঃ Civil - এর পূর্ণরূপ লিখ ?
C: construction I: investigation V: various I: information L: leveling
৫, যুগল কাকে বলে ?
উত্তরঃ.যুগল:যখন দুটি সমান ও সমান্তরাল বল একটি অপরটির বিপরীত দিকে ক্রিয়া করে কিন্তু তাদের ক্রিয়া রেখা একই সমান্তরাল রেখা বরাবর কাজ করে না,তাকে যুগল বলে।
৬, শিয়ার ফোর্স ডায়াগ্রাম এবং বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম কাকে বলে ?
উত্তরঃ শিয়ার ফোর্স:বীমের বিভিন্ন বিন্দুতে হিসাবকৃত শিয়ার ফোর্সের মান ও প্রকৃতি দেখিয়ে যে ডায়াগ্রাম অংকন করা হয় তাকে শিয়ার ফোর্স বলে।
 বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম:বীমের বিভিন্ন বিন্দুতে সৃষ্ট বেন্ডিং মোমেন্টের মান ও প্রকৃতি দেখিয়ে যে ডায়াগ্রাম অংকন করা হয় তাকে বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম বলে।
৭, এস্টিমেট কাকে বলে ?
উত্তরঃ.প্রকৌশল কাজের সম্ভাব্য পরিব্যয় নির্ণয়ের পদ্ধতিকে এস্টিমেট বলে।
৮, সিমেন্টের মূল উপাদান গুলো কী কী ?
৯, বালি কত প্রকার ও কী কী ?
উত্তরঃ.বালি তিন প্রকার:
গ‌র্তের বালি
নদীর বালি
সমু‌দ্রের বালি
১০, সাইট ইঞ্জিনিয়ার কাকে বলে ?
উত্তরঃ.সাইট ইঞ্জিনিয়ার : নির্মাণ স্থ‌লে প্রকৌশল কাজের প্রধান নির্বাহী কর্মকর্তাকে সাইট ইঞ্জিনিয়ার বলে।

Comments

Post a Comment

Popular posts from this blog

গোল কাঠের হিসাব

সিভিল ইঞ্জিনিয়ারিং এর মাঠের কাজ

লেভেলিং বইয়ের কয়েকটি গুরুত্বপূর্ণ সংজ্ঞা